April 18, 2025
2 (2)

ভারতীয় সীমান্তে উদ্ধার বাংলাদেশী ড্রোন। ঘটনা দক্ষিণ ত্রিপুরার বিলোনীয়ার বল্লামুখা ভারত বাংলাদেশ সীমান্ত এলাকায়। সোমবার সকালে কৃষি জমিতে কাজ করতে গিয়ে এলাকার কৃষক পড়ে থাকতে দেখে এই ড্রোনটি। পরবর্তী সময়ে এই ড্রোনটিকে দেখে পুলিশকে খবর দেওয়া হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ এবং বিএসএফ এসে ঘটনাতদন্ত করছে। পুলিশ ড্রোনটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। এলাকাবাসীর অভিযোগ বেশ কয়েকদিন ধরে এই ড্রোনটি আকাশের উপর দিয়ে ঘোরাফেরা করছিল এই এলাকাতে।        

তবে সন্দেহ করা হচ্ছে ড্রোনটি বাংলাদেশ থেকে পাঠানো হয়েছে ত্রিপুরায়। পুলিশ এবং বিএসএফ ঘটনার তদন্ত করছে। বিলোনিয়া বল্লামুখা ভারত বাংলাদেশ কাঁটা তার সীমান্ত এলাকায় উদ্ধার একটি বাংলাদেশী ড্রোন। সীমান্ত কাঁটাতার থেকে ৩০০ মিটার ভারতীয় সীমানার ভিতরে ধানের জমিতে উদ্ধার করা হয় ড্রোনটি সোমবার সকালে। এলাকা জুড়ে চাঞ্চল্য দেখা দিয়েছে। জমির বর্গা চাষী গোপাল পাল জমিতে যাওয়ার পর দেখে জমির মধ্যে খেলনা জাতীয় কিছু একটা পড়ে আছে। কাছে যাওয়ার পর দেখে ড্রোন। সাথে সাথে জমির মালিক সাধন মজুমদারের বাড়িতে দেয়।

এরপর এই খবর ছড়িয়ে পড়েতেই ড্রোন সাধন মজুমদারের বাড়িতে উৎসুক জনতারা ভিড় জমায়। খবর দেওয়া হয় বিলোনিয়া থানাতে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ। সাধন মজুমদারের বাড়ি থেকে ড্রোনটিকে নিয়ে আসে থানাতে। পরবর্তী সময়ে সীমান্তরক্ষী জওয়ানরা উপস্থিত হয় ঘটনাস্থলে। ভারতীয় সীমান্তে ড্রোন উদ্ধার ঘিরে সীমান্ত রক্ষী বাহিনী এবং পুলিশ তদন্ত শুরু করেছে। সীমান্ত রক্ষী বাহিনীর চোখে ফাঁকি দিয়ে কিভাবে ভারতীয় সীমানায় ঢুকে পড়ল ড্রোন এই নিয়ে গুঞ্জন শুরু হয়েছে এলাকাবাসীর মধ্যে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *