July 20, 2025
BARSA 2

এস্প্যানিয়লকে হারাতেই লা লিগা বার্সেলোনার। দ্বিতীয় স্থানে থাকা রিয়াল মাদ্রিদের চেয়ে ৭ পয়েন্টে এগিয়ে আছে  তারা। শেষ দু’টি ম্যাচ জিতলেও মাদ্রিদের পক্ষে আর বার্সেলোনাকে ছোঁয়া সম্ভব হবে না। ফলে দু’ম্যাচ বাকি থাকতেই চ্যাম্পিয়ন হয়ে গেল বার্সেলোনা। ম্যাচে ৫৩ মিনিটের মাথাতেই এগিয়ে যায় বার্সেলোনা। তারা এগিয়ে গিয়েছিল তরুণ লামিনে ইয়ামালের গোলে । ম্যাচের একদম শেষ মুহূর্তে দ্বিতীয় গোলটি হয় । আর ৯৫ মিনিটের মাথায় গোল করেন ফার্মিন লোপেজ। ২-০ গোলে জিততেই ২৮তম বারের জন্য লিগ জিতে নিল বার্সেলোনা। গত ছ’বছরে দু’বার লিগ জিতেছে তারা।

কোচ হ্যান্সি ফ্লিক বলেন, এখন তাদের আনন্দ করার সময়। তারা প্রতি ম্যাচ থেকে শিখতে চায়। এটা তাদের জিনে আছে। খেলোয়াড়দের থেকে তিনি চান প্রতি ম্যাচে ওরা উন্নতি করুক। তাদের খিদেটা থাকা জরুরি। যদিও প্রথমার্ধে গোল পায়নি বার্সেলোনা। তবে দ্বিতীয়ার্ধের শুরুতেই দলকে এগিয়ে দেন ইয়ামাল।

 ১৭ বছরের  এই স্পেনীয় ফুটবলার ডান প্রান্ত থেকে কাট করে ভিতর দিকে ঢুকে পরেন। তার পরেই তিনি বাঁ পায়ের জোরালো শটে বল জালে জড়িয়ে দেন। গোলরক্ষকের পক্ষে সেই গোল বাঁচান আর সম্ভব হয়নি। এস্প্যানিয়লের পক্ষে গোল শোধ করা সম্ভব হয়নি। বার্সেলোনা এই মরসুমে তিনটি ট্রফি জিতে নিয়েছে। লা লিগা জয়ের আগে তারা স্প্যানিশ সুপার কাপ জিতেছিল। ফাইনালে রিয়াল মাদ্রিদকে তারা ৫-২ গোলে হারিয়ে দিয়েছিল । এই মরসুমের কোপা দেল রে-ও জিতেছিল বার্সেলোনা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *