
লা লিগার ম্যাচে বড় জয় পেল বার্সেলোনা। ৪-১ গোলে জিরোনাকে হারালেন রবার্ট লেয়নডস্কিরা। এই জয়ের ফলে বার্সেলোনার ২৯ ম্যাচে ৬৬ পয়েন্ট হল । এখন পয়েন্ট তালিকায় হ্যান্সি ফ্লিকের দলই শীর্ষে রয়েছে। একই সংখ্যক ম্যাচে রিয়াল মাদ্রিদের সংগ্রহে রয়েছে ৬৩ পয়েন্ট। শুরু থেকেই ঘরের মাঠে আগ্রাসী ফুটবল খেলেন বার্সেলোনার ফুটবলারেরা। তবুও গোলের মুখ খুলতে পারছিলেন না তাঁরা।
জিরোনার লাদিস্লাভের আত্মঘাতী গোলে ৪৩ মিনিটে এগিয়ে যায় বার্সা। এর পর আর কিন্তু ফ্লিকের দলকে আটকানো যায়নি। প্রতিপক্ষের ভুলে ১-০ ব্যবধানে এগিয়ে যাওয়ার পরও কিছুটা গুটিয়েই ছিল বার্সেলোনা।এরপর বিরতির পরবর্তীতে ৫৩ মিনিটে আর্নাউত জ়ুমার গোলে সমতা ফেরায় জিরোনা।গোল খাওয়ার পর বার্সেলোনার ফুটবলারদের যেন সম্বিত ফেরে। ক্রমশ খেলার রাশ নিজেদের পায়ে তুলে নেন বার্সা।
ম্যাচের ৬১ মিনিট থেকে ৮৬ মিনিটের মধ্যে বার্সেলোনার একের পর এক আক্রমণে বেসামাল হয়ে যায় প্রতিপক্ষের রক্ষণ। পর পর তিনটি গোল করে জয় নিশ্চিত করে ফ্লিকের দল। ৬১ ও ৭৭ মিনিটে জোড়া গোল করে বার্সা শিবিরে স্বস্তি ফেরান লেয়নডস্কি। আর ৮৬ মিনিটে চতুর্থ গোলটি করে দলের জয় নিশ্চিত করেন ফেরান তোরেস। এই ম্যাচের পর চলতি মরসুমে টানা ২০টি ম্যাচে অপরাজিত রইল বার্সেলোনা। ১৭টি ম্যাচে জয় পেয়েছে তারা। তিনটি ম্যাচ ড্র হয়েছে। লা লিগায় ২৮টি ম্যাচে ২৫ টি গোল করে সর্বোচ্চ গোলদাতা হওয়ার দৌড়ে এগিয়ে রয়েছেন রবার্ট লেয়নডস্কিও।