January 21, 2025

ভারতীয় জনতা পার্টি একটা সুশৃঙ্খল পার্টি। এই পার্টির অন্যতম মূল লক্ষ্য হচ্ছে সাধারণ মানুষের জন্য কাজ করা। দল এবং সরকারের নীতির সঙ্গে সাযুজ্য রেখে সমাজের অন্তিম ব্যক্তিদের জন্য দায়িত্ব নিয়ে আরো কাজ করতে হবে আমাদের কার্যকর্তাদের। সোমবার এক কর্মসূচিতে সংবাদ মাধ্যমের সঙ্গে মতবিনিময় করতে গিয়ে একথা বলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা। ভারতীয় জনতা পার্টির প্রদেশ কমিটির তরফে রাজ্যের বিভিন্ন সাংগঠনিক জেলা সভাপতিদের নাম ঘোষণা নিয়ে এদিন নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করেন তিনি।
সংবাদ মাধ্যমকে মুখ্যমন্ত্রী ডাঃ সাহা বলেন, প্রথমে বুথ কমিটির সভাপতি, পরবর্তী সময়ে মন্ডল কমিটির সভাপতি নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন হয়। আর আজ জেলা সভাপতিদের নাম ঘোষণা করা হয়। একযোগে রাজ্যের সাংগঠনিক ক্ষেত্রের ১০টি জেলা সভাপতিদের নাম ঘোষিত হয়। এরমধ্যে সদর গ্রামীণ কমিটির দায়িত্ব আমার উপর ছিল। জেলা রিটার্নিং অফিসার আমাকে খামে সেই ফলাফল দিয়েছেন। এরপর আমি সবার সামনে খাম খুলে সদর গ্রামীণ জেলা সভাপতি হিসেবে গৌরাঙ্গ ভৌমিকের নাম ঘোষণা করি। প্রায় ১১ জনের মতো প্রতিদ্বন্দ্বিতা করেন। এরমধ্যে গৌরাঙ্গ বাবু নির্বাচিত হয়েছেন।
মুখ্যমন্ত্রী বলেন, ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাগণ প্রথমে রাষ্ট্র, এরপর পার্টি এবং এরপর নিজের জন্য চিন্তাভাবনা করেন। আমাদের পার্টির মূল লক্ষ্য হচ্ছে সাধারণ মানুষের জন্য কাজ করা। আমি পার্টির সমস্ত কার্যকর্তাদের বলবো দলীয় নির্দেশিকা অনুযায়ী শৃঙ্খলার ভিত্তিতে কাজ করতে হবে। আমাদের সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডার নির্দেশ অনুসারে এই প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি রাষ্ট্রের কল্যাণে নিরন্তর কাজ করে চলেছেন। সমাজের অন্তিম ব্যক্তি পর্যন্ত মানুষের কল্যাণে কাজ করতে হবে। সরকার এবং পার্টির নীতি উভয়ের মধ্যে সাযুজ্য রেখে কাজ করা হচ্ছে। আমি সমস্ত নবনির্বাচিত জেলা সভাপতিদের আমার শুভেচ্ছা জানাই। এই কার্য্যক্রমে মুখ্যমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন পরিবহন মন্ত্রী সুশান্ত চৌধুরী সহ অন্যান্য নেতৃত্ব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *