
বিশ্বনাথ চরালি, ১১ জুলাই ২০২৫ — আসন্ন ১৬ জুলাই কংগ্রেস নেতা রাহুল গান্ধী এবং দলীয় সভাপতি মল্লিকার্জুন খাড়গে-র অসম সফরকে কেন্দ্র করে প্রস্তুতি পর্যালোচনা সভা করলেন অসম প্রদেশ কংগ্রেস কমিটির (APCC) প্রাক্তন সভাপতি ও প্রচার কমিটির চেয়ারম্যান ভূপেন বোরাহ। বিশ্বনাথ জেলার রাজীব ভবনে অনুষ্ঠিত এই সভায় তিনি জেলা পর্যায়ের সংগঠনের অগ্রগতি ও প্রস্তুতি খতিয়ে দেখেন।
বোরাহ জানান, রাহুল গান্ধী ও খাড়গে চয়াগাঁও-এ একটি বিশেষ কর্মসূচিতে অংশ নেবেন, যেখানে গ্রামীণ স্তরের কংগ্রেস কর্মী ও পঞ্চায়েত নির্বাচনের প্রার্থীদের সঙ্গে মতবিনিময় হবে। বিশ্বনাথের তিনটি বিধানসভা কেন্দ্র থেকে নেতারা এই কর্মসূচিতে অংশ নেবেন।
সভায় বোরাহ রাজ্য সরকারের সাম্প্রতিক বিলাসিপাড়া ও অন্যান্য অঞ্চলে উচ্ছেদ অভিযান নিয়ে তীব্র সমালোচনা করেন। তিনি বলেন, “সুপ্রিম কোর্টের নির্দেশনা অনুযায়ী পুনর্বাসন ও পুনর্বিন্যাস ছাড়া উচ্ছেদ করা অমানবিক। কৃষক ও দিনমজুরদের এইভাবে উচ্ছেদ করা উন্নয়নের নামে অত্যাচার।”
তিনি বিজেপি সরকারের দুর্নীতির বিরুদ্ধে দ্বিচারিতা নিয়েও সরব হন। “জনাই বিধানসভায় আমাদের এক কর্মীকে মারধর করা হলো, আর স্থানীয় বিজেপি বিধায়ক পরদিন ছবি তুলতে ব্যস্ত ছিলেন। দুর্নীতির মামলায় অভিযুক্তরা বিজেপিতে যোগ দিলেই মামলা উধাও হয়ে যায় — মানুষ সব দেখছে, তারা ক্ষুব্ধ,” বলেন বোরাহ।
তিনি ভবিষ্যদ্বাণী করেন, “সরকারের ক্ষমতা তাদের মাথায় উঠে গেছে, কিন্তু আর মাত্র ১০ মাস আছে। জনগণই তাদের ক্ষমতা কেড়ে নেবে।”
এছাড়া, ABMSU-এর এক সদস্যের অসমীয়া ভাষা নিয়ে বিতর্কিত মন্তব্য প্রসঙ্গে বোরাহ বলেন, “আমার ভাষা আমার মা — কেউ অপমান করলে সহ্য করব না। ভাষা, জাতি, পরিচয় — এগুলো সাংবিধানিক বিষয়, এবং এ নিয়ে উস্কানিমূলক মন্তব্য থেকে বিরত থাকা উচিত।”
এই পর্যালোচনা সভা কংগ্রেসের ২০২৬ বিধানসভা নির্বাচনের প্রস্তুতি এবং সংগঠনের পুনর্গঠন-এর অংশ হিসেবে গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। দলীয় নেতৃত্বের সফর রাজ্যজুড়ে কর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা জাগাবে বলে আশা করা হচ্ছে।