October 13, 2025
IMAGE 3

বাইডেন আর পাবেন না আমেরিকার জাতীয় নিরাপত্তা সংক্রান্ত গোপন তথ্য। প্রাক্তন প্রেসিডেন্টেরা এই সুবিধাটি পেয়ে থাকেন। তবে বাইডেনের ক্ষেত্রে ট্রাম্প তা প্রত্যাহার করলেন। ক্ষমতায় থাকাকালীন ঢিল ছুড়েছিলেন আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট জো বাইডেন। এ বার ক্ষমতা দখলের পর তাঁকে পাটকেল ফিরিয়ে দিলেন ট্রাম্প। বাইডেনের নিরাপত্তার ছাড়পত্র তুলে নেওয়া হল। এর ফলে আমেরিকার গোপন তথ্য বাইডেন আর হাতে পাবেন না। এখন থেকে তাঁর কাছে আর কোনও গোপন খবর পৌঁছবে না। ক্ষমতাচ্যুত হলেও প্রাক্তন প্রেসিডেন্টেরা এই সুবিধাটি পেয়ে থাকতেন। ২০২১ সালে ট্রাম্পের ছাড়পত্র তুলে নিয়েছিলেন বাইডেন। এ বার তার প্রতিশোধ নিলেন রিপাবলিকান নেতা। এই কথাটি অস্বীকারও করেননি তিনি।        

সমাজমাধ্যমে ট্রাম্প লিখেছেন, ‘‘বাইডেনের গোপন তথ্য পাওয়ার আর কোনও প্রয়োজন নেই। আমরা তাঁর এই সংক্রান্ত নিরাপত্তার ছাড়পত্র প্রত্যাহার করছি। প্রতিদিন তাঁর কাছে যে গোপন খবরগুলি যেত, তা আর যাবে না।’’ এর পর ট্রাম্প লিখেছেন, ‘‘এই উদাহরণটি তৈরি করেছেন বাইডেন নিজেই। ২০২১ সালে তিনি আমার নিরাপত্তার ছাড়পত্র তুলে নিয়েছিলেন। গোয়েন্দা সংস্থাকে নির্দেশ দিয়েছিলেন, আমাকে যেন জাতীয় নিরাপত্তার আর কোনও খবর না দেওয়া হয়। প্রাক্তন প্রেসিডেন্টেরা এই সুবিধা পেয়ে থাকেন।’’

বাইডেনকে কটাক্ষ করতেও ছাড়েননি ট্রাম্প। তাঁর স্মৃতিশক্তিকে ব্যঙ্গ করে লিখেছেন, ‘‘রিপোর্টে দেখা গিয়েছে, বাইডেনের স্মৃতিশক্তি বেশ কম। গোপন তথ্য নিয়ে তাঁকে ভরসা করা যায় না। আমি আমেরিকার জাতীয় নিরাপত্তাকে সব সময় সুরক্ষিত রাখার চেষ্টা করব।’’ বাইডেনের উদ্দেশে ট্রাম্প বলেন, ‘‘জো, তোমার সময় শেষ। আমরা আমেরিকাকে আবার মহান বানাব।’’ ২০২১ সালে আমেরিকায় ক্যাপিটল হামলার ঘটনার পর ট্রাম্পের নিরাপত্তা ছাড়পত্র তুলে নিয়েছিলেন বাইডেন। বাইডেন বলেছিলেন, ‘‘ট্রাম্পের আচরণ প্রমাণ করে, তিনি আর গোপন গোয়েন্দা তথ্য পাওয়ার উপযুক্ত নন। তাই ওই ছাড়পত্র তুলে নেওয়া হচ্ছে।’’ ২০২৫ সালে ক্ষমতায় ফিরে ট্রাম্প তারই পাল্টা জবাব দিলেন প্রাক্তন প্রেসিডেন্টকে। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *