
রাজ্যবাসীর সুবিধার কথা মাথায় রেখে সরকারের তরফে বড় ঘোষণা। বিনামূল্যে সুযোগ সুবিধা পাওয়ার দিন শেষ। দেশের প্রায় প্রত্যেকটি নাগরিকের রেশন কার্ড রয়েছে। মূলত রেশন দোকান থেকে রেশন কার্ডধারীরা প্রত্যেক মাসে সরকারের পক্ষ থেকে কম দামে নির্দিষ্ট পরিমাণ চাল, ডাল ইত্যাদি পেয়ে থাকে।
কেন্দ্রীয় বাজেট পেশ করেছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। এবারের বাজেটে আয়কর ছাড় দিয়ে বিরাট শোরগোল ফেলে দিয়েছেন অর্থমন্ত্রী। রেশন ডিলারদের দীর্ঘদিনের কমিশন বৃদ্ধির দাবি নিয়েও কোনো সুরাহা হয়নি।
সবমিলিয়ে কেন্দ্রীয় বাজে ২০২৫-২৬- এর বাজেট থেকে দেশের নিম্ন-মধ্যবিত্ত, নিম্নবিত্ত এমনকি রেশন ডিলারদের কোন লাভ হয়নি বলে দাবি করছে অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস শপ ডিলার্স ফেডারেশন। তাই এবার প্রতিবাদের মাধ্যমে কীভাবে কেন্দ্রকে চাপে ফেলা যায় তার জন্যই আন্দোলনের রূপরেখার তৈরি করতে বৈঠকে বসতে চলেছেন তাঁরা।