
রাজ্যবাসীর সুবিধার কথা মাথায় রেখে সরকারের তরফে বড় ঘোষণা। বিনামূল্যে সুযোগ সুবিধা পাওয়ার দিন শেষ। দেশের প্রায় প্রত্যেকটি নাগরিকের রেশন কার্ড রয়েছে। মূলত রেশন দোকান থেকে রেশন কার্ডধারীরা প্রত্যেক মাসে সরকারের পক্ষ থেকে কম দামে নির্দিষ্ট পরিমাণ চাল, ডাল ইত্যাদি পেয়ে থাকে।
রাজ্যের একজন রেশন গ্রাহকও যাতে কোনোভাবেই পরিষেবা থেকে বঞ্চিত না-হন তার জন্য বিশেষভাবে উদ্যোগী হল রাজ্য খাদ্যদপ্তর। সম্প্রতি খাদ্যশ্রী ভবনে এক বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে, কোনও গ্রাহক বিশেষ কারণবশত খাদ্য না পেলে সেই বিষয়ে খাদ্য দপ্তরকে জানাবেন সংশ্লিষ্ট ডিলার। এই বিষয়ে প্রতিমাসে ডিলারকে রিপোর্ট দিতে হবে।
যদি মাসের মধ্যে এরকম পরিস্থিতি তৈরি না হয় তাহলে ‘নিল’ রিপোর্ট দিতে হবে বলা হয়েছে। ইনসপেক্টরদের উপর ডিলারদের এই ব্যবস্থা গ্রহণের বিষয়টি জানানোর দায়িত্ব দেওয়া হয়েছে। যাতে একজন গ্রাহকও পরিষেবা থেকে বঞ্চিত না হন সেই লক্ষ্যে এই পদক্ষেপ।