
রাজ্যের মুখ্যমন্ত্রী হয়ে ক্ষমতায় আসার পর থেকেই একাধিক প্রকল্প ঘোষণা করেছে সরকার। রাজ্যের সাধারণ মানুষের কথা ভেবেই এই প্রকল্পগুলো ঘোষিত হয়েছে। কৃষকদের আর্থিক উন্নয়নকে অগ্রাধিকার দিয়ে কেন্দ্রীয় সরকার প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা (পিএম-কিষাণ)-র ২০তম কিস্তির আওতায় ত্রিপুরার কৃষকদের জন্য সরাসরি পাঠাচ্ছে ৪৫ কোটি ৪৩ লাখ ৭৪ হাজার টাকা।
এই অর্থ সরাসরি কৃষকদের অ্যাকাউন্টে স্থানান্তর করা হবে বলে আজ ঘোষণা করেছেন রাজ্যের কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী রতন লাল নাথ। রাজ্যের মূল অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে এডিনগরের স্টেট এগ্রিকালচার রিসার্চ স্টেশনে, যেখানে কৃষি মন্ত্রী নিজে উপস্থিত থাকবে।
মন্ত্রী বলেন, আমাদের রাজ্যের কৃষকদের কঠোর পরিশ্রম এবং অটল সংকল্পের ফলেই কৃষিক্ষেত্রে রাজ্য অভাবনীয় অগ্রগতি করেছে। রাজ্য ও কেন্দ্র সরকার মিলিতভাবে কৃষকদের আর্থিক নিরাপত্তা ও কৃষির উন্নয়নের জন্য নিরলসভাবে কাজ করে চলেছে।