
তৃতীয়বার রাজ্যের মুখ্যমন্ত্রী হয়ে ক্ষমতায় আসার পর থেকেই একাধিক প্রকল্প ঘোষণা করেছে মমতা সরকার। রাজ্যের সাধারণ মানুষের কথা ভেবেই এই প্রকল্পগুলো ঘোষিত হয়েছে। যার মধ্যে আবাস যোজনা অন্যতম। এবার উপভোক্তাদের সুরক্ষা ও স্বচ্ছতা নিশ্চিত করতে আরও এক বিশেষ উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার।
এই প্রকল্পের মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য পুরোপুরি বন্ধ করতে এবং উপভোক্তাদের সরাসরি সহযোগিতা করতেই এবার ব্লকের বিডিওদের গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছে। পঞ্চায়েত দপ্তর থেকে এই বিষয়ে একটি চিঠির পাশাপাশি নতুন একটি এসওপি-ও পাঠানো হয়েছে।
নবান্নের নির্দেশ মেনে বাড়ি তৈরীর আগে নিজের ব্লকের মার্কেট কমিটি এবং বাড়ি তৈরির উপকরণের বিক্রেতাদের সঙ্গে আলোচনা করতে হবে বিডিওদের। একই সাথে সঠিক দামে, গুণগত মান বজায় রেখে ইঁট, বালি, সিমেন্ট, স্টোনচিস্টাস-এর মত উপকরণ সরবরাহ করার ব্যাপারেও নিশ্চিত করতে হবে।