April 19, 2025
boby hakimn

সদ্য মাত্রই পেশ হয়েছে রাজ্য বাজেট, বদল আনা হয়েছে একাধিক জায়গায়। এবার ২০২৫-২৬ অর্থবর্ষের বাজেট পেশ করলেন কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম। আনুমানিক ১১৪.৭২ কোটি টাকার কলকাতা পুরসভার ঘাটতি বাজেট পেশ করেছেন মেয়র।

গত বছরের তুলনায় এ বছর ঘাটতি বাজেট বেড়েছে ২ কোটি ৭২ লক্ষ টাকা। গত বছর ঘাটতি বাজেট ছিল ১১২ কোটি টাকা। যা এবছর বেড়ে হয়েছে ১১৪ কোটি টাকা। নতুন অর্থবর্ষে কার পার্কিং খাতে আয়ের লক্ষ্যমাত্রা রাখা হয়েছে ২১ কোটি টাকা। ২০২৪-২৫ অর্থবর্ষে কার পার্কিং খাতে কলকাতা পুরসভার আয়-হয়েছিল ১৩.৪৬ কোটি টাকা।

এবছর লাইসেন্স খাতে এই আয়ের লক্ষ্যমাত্রা ৮০ কোটি টাকা করা হয়েছে। জানা যাচ্ছে, ২০২৫-২৬ অর্থবর্ষে কলকাতা পুরসভার আয়ের টার্গেট বেঁধে দিয়ে করা হয়েছে ৫,৫২৪.৮৪ কোটি টাকা। একইভাবে পুরসভার খরচের লক্ষ্যমাত্রা রাখা হয়েছে ৫,৬৩৯.৫৬ কোটি টাকা। প্রসঙ্গত ২০২৪-২৫ অর্থবর্ষে এই খাতে বরাদ্দ করা হয়েছিল মোট ১ কোটি ৩১ লক্ষ ২০ হাজার টাকা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *