
বাড়ানো হয়েছে স্কুলের ফি, তাই নিয়ে চলছে আন্দোলন। রাজ্যের এই বেসরকারি স্কুলগুলির ফি বৃদ্ধির ইস্যুতে বিধানসভায় সরব হয়েছিল বিরোধী পক্ষ বিজেপি। তারপরেই এদিন বড় ঘোষণা করলেন পশ্চিমবঙ্গের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।
জানা যাচ্ছে, এই বেসরকারি স্কুলগুলির ব্যয় বৃদ্ধি ইস্যুতে আগামীদিনে নতুন কমিশন গঠন করা হবে। বিধানসভায় এমনটাই জানিয়েছেন রাজ্যের শিক্ষামন্ত্রী। জানা যাচ্ছে, সব ঠিক থাকলে খুব তাড়াতাড়ি এই নিয়ে বিধানসভায় একটি বিলও আনা হবে।
প্রসঙ্গত, এক বিজেপি বিধায়ক বেসরকারি স্কুলে অত্যাধিক ব্যয়ের ইস্যুতে সরব হয়েছিলেন। তাঁকে জবাব দিতে গিয়েই ব্রাত্য বসু এদিন জানান, স্কুলের ফি বৃদ্ধি, থেকে শুরু করে অভিভাবকদের ওপর চাপ, কাচ ভেঙে পড়া ইতিমধ্যেই এমনই নানা অভিযোগ আসছে তাঁদের কাছে।