
বিগত বেশ কিছু বছর ধরে বিভিন্ন সময় একের পর এক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় হয়েছে পশ্চিমবঙ্গ। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতেই দুর্নীতির জেরে আটকে রয়েছে বহু নিয়োগ প্রক্রিয়া।
এই আবহে এবার নিয়োগ বিজ্ঞপ্তি জারি করল কলকাতা হাইকোর্ট। সম্প্রতি উচ্চ আদালতের অফিশিয়াল ওয়েবসাইটে এই মর্মে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েহে। অফলাইনে আবেদনপত্র জমা করতে হবে। জানা গিয়েছে, হাইকোর্টে স্ট্যাম্প রিপোর্টার পদে নিয়োগ করা হবে।
এই পদে চুক্তির ভিত্তিতে কাজ হবে। বেতনক্রমও বেশ আকর্ষণীয়। ৫৬,০০০ থেকে ১,৪৪,৩০০ টাকার বেতন ক্রমে নিযুক্ত প্রার্থীকে বেতন প্রদান করা হবে। এই পদের জন্য আবেদনকারী প্রার্থীকে নির্দিষ্ট বয়সসীমার মধ্যে হতে হবে। ১৮ থেকে ৪০ বছর বয়সি প্রার্থীরা স্ট্যাম্প রিপোর্টার পদের জন্য আবেদন করতে পারবেন।