October 13, 2025
bullet train 3

রেল যাত্রীদের কথা মাথায় রেখে বড় সুখবর রেল কতৃপক্ষের তরফে। রেল পরিষেবাকে ভারতের লাইফলাইন বলা হয়ে থাকে। বর্তমান সময়ে দেশে জোরকদমে চলছে বুলেট ট্রেন প্রকল্পের কাজ। ঠিক এই আবহেই এবার বড় প্রতিক্রিয়া দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

ভারতে দ্রুতগতির ট্রেনের ক্রমবর্ধমান চাহিদা প্রসঙ্গে প্রধানমন্ত্রী জানিয়েছেন যে, সেই সময় বেশি দূরে নয় যখন ভারতে প্রথম বুলেট ট্রেন চলবে। তিনি বলেন, গত এক দশকে রেলের ঐতিহাসিক পরিবর্তন সাধিত হয়েছে। এদিকে, গত সোমবার প্রধানমন্ত্রী মোদী ভিডিও কনফারেন্সের মাধ্যমে নতুন জম্মু রেলওয়ে ডিভিশনের উদ্বোধন সহ রেল সংক্রান্ত বিভিন্ন প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেন।

পাশাপাশি প্রতি ঘন্টায় ১৮০ কিলোমিটার গতিতে বন্দে ভারত ট্রেনের সাম্প্রতিক ট্রায়ালের কথা উল্লেখ করে তিনি জানান যে, দেশের ৫০ টিরও বেশি রুটে ১৩৬ টিরও বেশি বন্দে ভারত ট্রেন চলছে। মোদী বলেন, “সেই সময়টা বেশি দূরে নয় যখন ভারতে প্রথম বুলেট ট্রেন চলবে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *