রেল যাত্রীদের কথা মাথায় রেখে বড় সুখবর রেল কতৃপক্ষের তরফে। রেল পরিষেবাকে ভারতের লাইফলাইন বলা হয়ে থাকে। আর এবার পশ্চিমবঙ্গের জন্য তিন-তিনটি নতুন রেল প্রকল্প ঘোষণা করেছে কেন্দ্র। বিভিন্ন রাজ্যের জন্য একাধিক মেগা রেল প্রজেক্ট চালু করার কথা ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার।
শুধুমাত্র বাংলার জন্যই ২,১৭০ কোটি টাকার রেল প্রকল্প ঘোষণা করেছে কেন্দ্রীয় মন্ত্রিসভা। কেন্দ্রের এই ঘোষণায় আগামী দিনে আরও শক্তিশালী হতে চলেছে হাওড়া-মুম্বাই এবং হাওড়া দিল্লি রেল করিডোর। এমনটাই ইঙ্গিত দিয়েছেন রেল মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। এই রেল প্রকল্পের কাজ হবে পুরুলিয়া এবং বর্ধমান জেলায়।
এছাড়াও এই প্রকল্পের কাজ চলবে ঝাড়খণ্ডের পূর্ব সিংভূমে। জানা আছে মোট ১২১ কিলোমিটারের এই রেল লাইন তৈরি করার জন্য কেন্দ্রের খরচ হবে মোট ২,১৭০ কোটি টাকা। এরফলে আগামী দিনে বিপুল কর্মসংস্থানও হতে চলেছে ভারতীয় রেলে।