July 31, 2025
trainn

রেল যাত্রীদের কথা মাথায় রেখে বড় খবর রেল কতৃপক্ষের তরফে। রেল পরিষেবাকে ভারতের লাইফলাইন বলা হয়ে থাকে। উত্তর-পূর্ব ভারতের অন্যতম রাজ্য মিজোরাম এবার রেল মানচিত্রে যুক্ত হতে চলেছে এক ঐতিহাসিক পদক্ষেপের মাধ্যমে। রাজধানী আইজল প্রথমবারের মতো দেশের মূল রেল নেটওয়ার্কের সঙ্গে সংযুক্ত হতে চলেছে বাইরাবি-সাইরাং ব্রডগেজ রেললাইন চালুর মাধ্যমে।

দীর্ঘ ৫১.৩৮ কিমি পথ পেরিয়ে এই রেলপথ শীঘ্রই যাত্রীসেবার জন্য খুলে দেওয়া হবে। রেল মন্ত্রকের এক পদস্থ কর্তা জানিয়েছেন, রেলওয়ে সেফটি কমিশনার (CRS)-এর ছাড়পত্র পেলেই প্রধানমন্ত্রীর দফতরে উদ্বোধনের দিন নির্ধারণের প্রস্তাব পাঠানো হবে। ইতিমধ্যেই প্রায় সমস্ত নির্মাণকাজ সম্পন্ন হয়েছে।

স্টেশন সংলগ্ন কিছু পরিকাঠামো উন্নয়নের কাজ এখনো চলমান থাকলেও, রেল চলাচলের প্রাথমিক প্রস্তুতি শেষ। এতে রয়েছে ৪৮টি সুড়ঙ্গ (মোট দৈর্ঘ্য ১২.৮৫৩ কিমি), ৫৫টি বড় সেতু ও ৮৭টি ছোট সেতু, সঙ্গে ৫টি রোড ওভারব্রিজ ও ৯টি রোড আন্ডারব্রিজ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *