
বৈভব সূর্যবংশী রাজস্থান রয়্যালসের হয়ে গুজরাত টাইটান্সের বিরুদ্ধে ম্যাচে একাধিক রেকর্ড গড়েছে। বিহারের এই ১৪ বছরের ব্যাটারের দাপটে মুগ্ধ ক্রিকেটবিশ্ব এবং একইভাবে উচ্ছ্বসিত বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। বৈভব সূর্যবংশী আইপিএলে প্রথম শতরান করার পুরস্কার পেল । ৩৮ বলে ১০১ রান করা এই কিশোর ব্যাটারের জন্য ১০ লাখ টাকা পুরস্কার ঘোষণা করলেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার।
গুজরাত টাইটান্সের বিরুদ্ধে রাজস্থান রয়্যালসের হয়ে ওপেন করতে নেমে ব্যাট হাতে কার্যত ঝড় তোলে সূর্যবংশী। ১৪ বছরের এই কিশোরকে থামাতে পারেননি মহম্মদ সিরাজ, ইশান্ত শর্মা, রশিদ খানের মতো অভিজ্ঞ বোলাররা। মাঠের সব দিকে খুব অনায়াসেই শট খেলেছে সূর্যবংশী। তার দাপটে তৈরি হয়েছে রেকর্ড।
সূর্যবংশীকে দেখে মুগ্ধ ক্রিকেটপ্রেমীরা। মুগ্ধ বিহারের মুখ্যমন্ত্রীও। রাজ্যের সম্ভাবনাময় এই কিশোর ব্যাটারের জন্য ১০ লাখ টাকা পুরস্কার ঘোষণা করেছেন তিনি। সূর্যবংশীর সঙ্গে নিজের ২০২৪ সালের একটি ছবিও সমাজমাধ্যমে পোস্ট করেছেন। নীতীশ কুমার আশা করছেন, সূর্যবংশী ভবিষ্যতে আন্তর্জাতিক ক্রিকেটেও সাফল্য পাবেন।সোমবার সূর্যবংশীর ব্যাট থেকে ৩৮ বলে ১০১ রানের ইনিংস এসেছে। তার ইনিংসে রয়েছে ৭টি চার এবং ১১টি ছক্কা । তার দাপটে ১৫.৫ ওভারের ২১০ রানের লক্ষ্য তাড়া করে ৮ উইকেটে জয় ছিনিয়ে নিয়েছে রাজস্থান।