
কোকরাঝার, ১৩ আগস্ট, ২০২৫ — আসন্ন বডোল্যান্ড টেরিটোরিয়াল কাউন্সিল (BTC) নির্বাচনে বিজেপি সবচেয়ে এগিয়ে রয়েছে বলে দাবি করলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। বুধবার কোকরাঝারে এক নির্বাচনী সভায় তিনি বলেন, “হাগ্রামা মহিলারি (BPF) ও প্রমোদ বোরো (UPPL) বলছেন তারা বিজেপির বিরুদ্ধে লড়ছেন, কিন্তু আমি বলছি বিজেপি এখন সুপারফাস্ট ট্রেন, ইতিমধ্যেই এক নম্বর অবস্থানে।”
মুখ্যমন্ত্রী জানান, শুরুতে জনসমাগম নিয়ে কিছুটা সংশয় থাকলেও গত দশ দিনে BTC-র বিভিন্ন এলাকায়—যেমন মুডোইবাড়ি, হরিসিংহা, খালিংদুয়ার, দারাংজুলি, নাগরিজুলি, মুসোলপুর, ধুরিবাড়ি, উদালগুরি, গোরেশ্বর—প্রচারে গিয়ে তিনি দেখেছেন প্রতিটি সভায় হাজারের বেশি মানুষ উপস্থিত ছিলেন।
তিনি আরও বলেন, “অন্য দল যেখানে দুই-তিনটি আসন মিলিয়ে একটি সভা করছে, সেখানে বিজেপি প্রতিটি আসনে আলাদা সভা করছে এবং তাতেও বিপুল জনসমাগম হচ্ছে।” মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন, সেপ্টেম্বরের নির্বাচনের আগে তিনি BTC-র ৪০টি আসনের প্রতিটিতে প্রচার চালাবেন।
বিটিআর-এ ২৬টি সম্প্রদায়ের বসবাস এবং ২২ বছর পরেও বহু সমস্যার সমাধান না হওয়ার প্রসঙ্গ তুলে শর্মা বলেন, “এই সমস্যাগুলোর সমাধান করতে হলে বিজেপির শক্ত অবস্থান দরকার, বিশেষ করে কোকরাঝারে।”
২০১৫ সালে BTC-তে প্রথম আসন জেতার পর ২০২০-তে বিজেপি ৯টি আসন পায়। এবার মুখ্যমন্ত্রীর নেতৃত্বে দলটি আরও ভালো ফলের লক্ষ্যে ব্যাপক প্রচার চালাচ্ছে। তিনি বলেন, বিজেপির উত্থান এর অন্তর্নিহিত অন্তর্ভুক্তিমূলক রাজনীতি ও উন্নয়ন-কেন্দ্রিক এজেন্ডার ফল।