মাধ্যমিক পরীক্ষা নিয়ে বাড়তি সতর্কতা দরকার তো বটেই! সেটা শুধু সিলেবাসের ক্ষেত্রে নয়। এই পরীক্ষা থেকেই বোর্ডের পরীক্ষার সঙ্গে পরিচিত হয় স্কুলের পড়ুয়ারা, ফলে সামগ্রিক ভাবেই সচেতন থাকার গুরুত্ব রয়েছে। একবার যদি তা আত্মস্থ হয়ে যায়, পরের বোর্ডের পরীক্ষাগুলোয় আর কোনও অসুবিধা হয় না।এই জায়গায় সবার আগে আসে রেজিস্ট্রেশনের কথা। কেন না, ওটা যদি ঠিক মতো না হয়, তাহলে বোর্ডের খাতায় নাম উঠবে না। নাম না উঠলে অ্যাডমিট কার্ড পাওয়া যাবে না। অ্যাডমিট কার্ড হাতে না পেলে মিলবে না পরীক্ষায় বসার অনুমতিও। অতএব, এই ব্যাপারে কড়া নজর দিতেই হয়। নিয়ম মতো নবম শ্রেণিতেই মাধ্যমিক পরীক্ষার্থীদের এই রেজিস্ট্রেশনের কাজটা সেরে ফেলতে হয়। সম্প্রতি সেই নিয়ে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন, বাংলায় বললে মধ্যশিক্ষা পর্ষদ এক বিজ্ঞপ্তি জারি করেছে।