
বিগত বেশ কিছু বছর ধরে বিভিন্ন সময় একের পর এক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় হয়েছে পশ্চিমবঙ্গ। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতেই নিয়োগ দুর্নীতির জেরে SSC ২০১৬ সালের গোটা প্যানেল বাতিল করেছে সুপ্রিম কোর্ট।
এরই মধ্যে সুপ্রিম কোর্টে নয়া আবেদন মধ্যশিক্ষা পর্ষদের। SSC মামলা নিয়ে সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছে সেই রায়ে সাময়িক পরিবর্তন চেয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হল মধ্যশিক্ষা পর্ষদ। আবেদন দাখিল করেছে পর্ষদ। জানানো হয়েছে, যতদিন না পর্যন্ত নতুন নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ না হচ্ছে ততদিন চাকরিহারাদের কাজ চালানোর অনুমতি ছেয়ে প্রার্থনা করা হয়েছে।
পর্ষদের আবেদন, এই শিক্ষাবর্ষ পর্যন্ত যাদের অবৈধ বলে নিশ্চিতভাবে শনাক্ত করা হয়নি সেই সকল চাকরিহারাদের কাজ চালানোর অনুমতি চেয়ে দেশের সর্বোচ্চ আদালতের নিকট প্রার্থনা করেছে পর্ষদ। এদিন চাকরিহারাদের সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রী বলেন, বাংলার শিক্ষাব্যবস্থাকে ভেঙে দেওয়া হচ্ছে।