July 3, 2025
19

গোলাঘাট, ২ জুলাই ২০২৫ — গোলাঘাটে একটি বিক্ষোভ কর্মসূচির সময় যে প্লাস্টিকের বোতল ছোড়া হয়েছিল, তা মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার গাড়িবহর নয়, বরং রাজ্যের কৃষিমন্ত্রী অতুল বোরার গাড়িবহরে আঘাত হানে—এমনটাই নিশ্চিত করেছে একটি সরকারি তদন্ত প্রতিবেদন।

গোলাঘাট থানার ভারপ্রাপ্ত আধিকারিককে ৩০ জুন পাঠানো এক চিঠিতে পুলিশ পরিদর্শক মিন্টু হান্ডিক স্পষ্টভাবে উল্লেখ করেন, ২৯ জুন দুপুর ১টা ২০ মিনিট নাগাদ জিডিএসএ ইনডোর স্টেডিয়ামের কাছে বিক্ষোভ চলাকালীন কংগ্রেস ভবনের পাশ থেকে কিছু বিক্ষোভকারী একটি সবুজ রঙের এক লিটারের প্লাস্টিক বোতল ছুড়ে মারেন। সেটি কৃষিমন্ত্রীর কনভয়ের একটি কিয়া গাড়িতে (নিবন্ধন নম্বর AS-01GF/6600) আঘাত হানে।

চিঠিতে ঘটনাটিকে “মন্ত্রী মহাশয়ের নিরাপত্তার প্রতি হুমকি” এবং “একটি অপরাধমূলক ষড়যন্ত্রের ইঙ্গিত” হিসেবে বর্ণনা করা হয়েছে। জানা গেছে, যুব কংগ্রেসের একদল কর্মী ওইদিন দুপুরে স্টেডিয়ামের কাছে জড়ো হয়ে মন্ত্রী জয়ন্ত মল্ল বৰুৱার বিরুদ্ধে স্লোগান দেন এবং কালো পতাকা প্রদর্শনের চেষ্টা করেন। পুলিশ আটটি কালো পতাকা বাজেয়াপ্ত করে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি বিঘ্নিত হওয়ার আশঙ্কায় কয়েকজনকে আটক করে।

ঘটনার পর ছয়জনকে আটক করা হয়েছে, যাঁদের মধ্যে রয়েছেন গোলাঘাট জেলা কংগ্রেস কমিটির সম্পাদক পল্লব চেতিয়া এবং প্রাক্তন ব্লক কংগ্রেস নেতার পুত্র রাহুল ফুকন। তাঁদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির (ভারতীয় ন্যায় সংহিতা) একাধিক ধারায় মামলা রুজু হয়েছে—যেমন ৬১(২) (অপরাধমূলক ষড়যন্ত্র), ১৯১(২) (দাঙ্গা), ১৯৬ (বিদ্বেষ ছড়ানো), ১৫২ (সার্বভৌমত্বের বিরুদ্ধে কাজ) এবং ৩৫২ (ইচ্ছাকৃত অপমান)।

প্রথমে সামাজিক মাধ্যমে এবং কিছু স্থানীয় প্রতিবেদনে দাবি করা হয়েছিল যে মুখ্যমন্ত্রীর গাড়িবহর লক্ষ্য করেই বোতল ছোড়া হয়। তবে জেলা প্রশাসনের চিঠি সেই বিভ্রান্তি দূর করে নিশ্চিত করেছে যে ঘটনাটি ঘটেছিল কৃষিমন্ত্রী অতুল বোরার কনভয়ের সঙ্গে।

ঘটনার প্রতিক্রিয়ায় মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা সামাজিক মাধ্যমে লেখেন, “বোতলটি যদি গাড়ির বদলে আমাকেই লাগত, আমি খুশি হতাম।” অন্যদিকে, বিজেপি এই ঘটনাকে গণতন্ত্রের বিরুদ্ধে আক্রমণ বলে আখ্যা দিয়ে রাজ্যজুড়ে প্রতিবাদ কর্মসূচি পালন করেছে। কংগ্রেস এই ঘটনাকে প্রতীকী প্রতিবাদ বলে দাবি করলেও, বিজেপি একে “সীমা লঙ্ঘন” বলে কড়া ভাষায় নিন্দা করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *