
গুজরাটের ভদোদর সংযোগকারী একটি ব্রিজ হুড়মুড়িয়ে ভেঙে পড়ায় মৃত্যু হয়েছে অন্তত ৯ জনের। বুধবার চলন্ত অবস্থায় ব্রিজটি ভেঙে নদীতে পড়ে যায় একের পর এক লরি, গাড়ি ও বাইক।
প্রত্যক্ষদর্শীদের বর্ণনায়, আচমকা সেতুর একাংশ ভেঙে পড়ে। সেই সময় একটি ট্রাক ব্রিজের মুখে আটকে গেলেও, অন্তত ২টি ট্রাক, একটি অটোরিকশা সহ কয়েকটি গাড়ি ও বাইক নদীতে পড়ে যায়। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ, দমকল ও ডুবুরি দল। শুরু হয় উদ্ধার কাজ। এখনও পর্যন্ত ৯ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রাথমিকভাবে অনুমান, প্রায় ৪৩ বছরের পুরনো এই ব্রিজটি বহুদিন ধরেই দুর্বল অবস্থায় ছিল। বিগত কয়েকদিন ধরে টানা ভারী বৃষ্টিপাত ফলে নদীর জলস্তর বৃদ্ধির কারণেই এই দুর্ঘটনা ঘটে থাকতে পারে বলে মনে করা হচ্ছে।
এদিকে এই মর্মান্তিক দুর্ঘটনায় শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।