
ব্রিটিশ পপ তারকা এড শিরান ভারতে পা রাখার পর থেকেই নানারূপ কাণ্ডকারখানা করছেন। কখনও তিনি ফুটপাথে গান গাইছেন, আবার কখনও নাপিতের কাছে গিয়ে চুলে তৈল মর্দন করছেন। কখনও অহমদাবাদ, কখনও বেঙ্গালুরু। এর পর কথা ছিল গায়ক যাবেন শিলঙে তাঁর পরবর্তী অনুষ্ঠানে। কিন্তু আচমকাই তাঁর মত বদল। এড শিরান চলে আসেন জিয়াগঞ্জে। গায়ক অরিজিৎ সিংহের বাড়িতে। আর সেখানেই গায়কের স্কুটিতে চেপে সারা জিয়াগঞ্জ ঘুরে বেড়ান এড। সেই ভিডিয়ো ইতি মধ্যেই ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে। তবে শুধু ঘোরাই নয়, জিয়াগঞ্জের বিশেষ পানীয়ে মনও মজল এডের। কালো জ্যাকেট এবং চোখে রোদচশমা পরে স্কুটি চালাচ্ছেন অরিজিৎ আর তাঁর পিছনে বসে শিরান। তাঁর পরনেও কালো জ্যাকেট। দুই তারকাকে দেখতে রাস্তার ধারে জমে গিয়েছে ভিড়। ভিডিয়োটি অরিজিৎ-ভক্তদের একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থকে পোস্ট করা হয়েছে। সোমবারই জিয়াগঞ্জে পা রেখেছেন তারকা এড । ওই বিকেলে শিরানকে নিয়ে গঙ্গায় নৌকাবিহার করেন অরিজিৎ সিং। প্রায় ৩০ মিনিট নৌকায় ছিলেন তাঁরা। সেই সময় অরিজিৎ এবং এড শিরানকে দেখতে গঙ্গার ধারে ভিড় জমিয়েছিলেন স্থানীয় মানুষেরা। সেখান থেকে আবার গায়কের বাড়ি ফিরে আসেন দু’জনে। ফেরার পথে জিয়াগঞ্জের রাস্তার ধারে দাঁড়িয়ে লস্যি বানানো দেখেন এড এবং চেখে দেখলেন এক গ্লাস লস্যিও।