
মাদক পাচার, মানব পাচার, অবৈধ অনুপ্রবেশ সহ নিষিদ্ধ জিনিস পাচার করার বিপুল চেষ্টা আটকানো হয়েছে ভারত–বাংলাদেশের ত্রিপুরা সীমান্তে। এসব আটকাতে গিয়ে বিএসএফ জওয়ানদের উপর আক্রমণ করেছে পাচারকারীরা। এই কারনে ত্রিপুরা সীমান্তে কড়া নজরদারি রাখা হয়েছে। বিজিবি’র সঙ্গেও সমন্বয় রেখে বিএসএফ নিরাপত্তা চালিয়ে যাচ্ছে।
অনুপ্রবেশ লেগেই আছে বাংলাদেশ থেকে। অবৈধ ভাবে এপার বাংলায় ঢুকে পড়ছে বাংলাদেশের নাগরিকরা। বাংলাদেশে যে শান্তির পরিস্থিতি নেই সামনে আসা তথ্য থেকেই প্রমাণ হচ্ছে। তার উপর বিজিবি এবং বিএসএফের মধ্যে একটা দ্বন্দ্ব লেগেই আছে। সেই সুযোগটাকে কাজে লাগিয়ে এপার বাংলায় অনুপ্রবেশ বাংলাদেশিদের। বিএসএফ সূত্রে খবর, একসপ্তাহে ১৪ জন বাংলাদেশের নাগরিক এবং দু’জন ভারতীয় দালাল ধরা পড়েছে। এটা শেষ একসপ্তাহের হিসাব। তাহলে প্রতিদিন কতজন মানুষ চেষ্টা করছে এপারে অবৈধ ভাবে প্রবেশ করার? তা নিয়ে প্রশ্ন উঠছে।
এদিকে এই ঘটনা ঘটতে পারে তা আগাম অনুমান করেই সীমান্তে কড়া পাহাড়া দেওয়া শুরু হয়েছে। এর আগে বহু বাংলাদেশি নাগরিক এবং জঙ্গিরা ধরা পড়েছে। বাংলাদেশের নাগরিকরা এখন ত্রিপুরা দিয়ে ভারতে ঢোকার চেষ্টা চালাচ্ছে। বিএসএফ সূত্রে খবর, একাধিক অনুপ্রবেশকে ব্যর্থ করে চলেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। চলতি বছরের ২৬ জানুয়ারি থেকে বহু অবৈধ অনুপ্রবেশ আটকে দেওয়া হয়েছে। এমনকী সীমান্তে চোরাচালান পর্যন্ত রুখে দেওয়া সম্ভব হয়েছে।