October 13, 2025
16

উদালগুড়ি, ৮ সেপ্টেম্বর — আসন্ন বোড়োল্যান্ড টেরিটোরিয়াল কাউন্সিল (বিটিসি) নির্বাচন ২০২৫-কে কেন্দ্র করে প্রথম পর্যায়ের নির্বাচন প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে টাংলা কলেজে। ৬ সেপ্টেম্বরের এই প্রশিক্ষণ কর্মশালায় মোট ৯৫৬ জন প্রিসাইডিং অফিসার ও পোলিং কর্মকর্তা অংশগ্রহণ করেন।

প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলার জেলা কমিশনার পুলক পাতগিরি। তিনি নির্বাচন কর্মকর্তাদের উদ্দেশে বলেন, “নির্বাচন একটি জাতি গঠনের গুরুত্বপূর্ণ দায়িত্ব। সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচন পরিচালনার জন্য প্রশিক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ।” তিনি কর্মকর্তাদের নিষ্ঠা ও সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।

বেরগাঁও রিটার্নিং অফিসার (RO) এলাকার নির্বাচন পর্যবেক্ষক হিসেবে উপস্থিত ছিলেন রাজ্য সরকারের যুগ্ম সচিব ভূপেশ চন্দ্র দাস এবং অতিরিক্ত সচিব দিথাকানন্দ হাজরিকা। তাঁরা প্রশিক্ষণার্থীদের উদ্দেশে বলেন, “নির্বাচন পরিচালনার ক্ষেত্রে সতর্কতা, দক্ষতা ও দায়িত্ববোধ অত্যন্ত জরুরি। প্রশিক্ষণের মাধ্যমে এই দক্ষতা অর্জন সম্ভব।”

জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রশিক্ষণ কর্মসূচির সমন্বয় করেন প্রজ্ঞা জ্যোতি লস্কর এবং অন্যান্য সিনিয়র কর্মকর্তা ও মাস্টার ট্রেনাররা। পরবর্তী পর্যায়ের প্রশিক্ষণ ৮ সেপ্টেম্বর টাংলা কলেজে এবং ৯ ও ১০ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে উদালগুড়ি কলেজে।

এদিকে, ৬ সেপ্টেম্বর তিনজন প্রার্থী তাঁদের মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন—৩১ নম্বর খুইরবাড়ি এসটি আসন থেকে কংগ্রেস প্রার্থী খাগেন রাভা, ৩২ নম্বর বেরগাঁও এসটি থেকে স্বতন্ত্র প্রার্থী জীবন রাভা এবং ৩৮ নম্বর ভৈরবকুন্ডা এসটি থেকে স্বতন্ত্র প্রার্থী গণ্ডা খুংগুর বসুমতরী। মনোনয়ন প্রত্যাহারের পর বর্তমানে উদালগুড়ি জেলায় মোট ৬৮ জন প্রার্থী নির্বাচনী লড়াইয়ে রয়েছেন।

এই প্রশিক্ষণ কর্মসূচি বিটিসি নির্বাচনের প্রস্তুতির একটি গুরুত্বপূর্ণ ধাপ, যা নির্বাচন প্রক্রিয়াকে আরও দক্ষ ও নিরপেক্ষ করে তুলবে বলে আশা করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *