
পূর্বেই দফায় দফায় জানানো হয়েছিল দাবি। বিরোধ চলছে বেশ কিছুদিন ধরেই, শুরু হলো সেই বিরোধী অভিযান। এবার ডাক দিয়েছে কর্মসূচির। রাজ্যে ৮ দফা দাবিতে মহাকরণ অভিযানের ডাক দিয়েছিল ত্রিপুরা অনিয়মিত কর্মচারী মঞ্চ।
সেই ডাকে সাড়া দিয়ে প্রায় ৪০ হাজার অনিয়মিত কর্মচারীদের বিভিন্ন দাবী দাওয়া আদায়ের লক্ষ্যে আগরতলা শহরে মিছিল করে মহাকরণ অভিযানের উদ্দেশ্যে রওনা দিয়েছেন অনিয়মিত কর্মচারী মঞ্চের সদস্যরা। সেখান থেকে মুখ্য সচিবের নিকট ডেপুটেশনের মাধ্যমে তাদের দাবি সনদ তুলে দেওয়ার কর্মসূচি ছিল।
এদিনের কর্মসূচি সম্পর্কে বিশিষ্ট আইনজীবী পুরুষোত্তম রায়বর্মন বলেন, পূর্ব ঘোষণা অনুযায়ী আজ প্রায় ৪০ হাজার অনিয়মিত কর্মচারীদের বিভিন্ন দাবী দাওয়া আদায়ের লক্ষ্যে মহাকরণ অভিযান এবং মুখ্য সচিবের নিকট ডেপুটেশন প্রদানের কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।