
বিগত বেশ কিছু বছর ধরে বিভিন্ন সময় একের পর এক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় হয়েছে পশ্চিমবঙ্গ। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতেই শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডে জেলবন্দি খোদ রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়।
তার সাথেই এই মামলায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই-এর হাতে গ্রেফতার হয়েছেন রাজ্যের আরও একাধিক হেভিওয়েট। তাদের মধ্যেই অন্যতম এসএসসি নিয়োগ সংক্রান্ত উপদেষ্টা কমিটির চেয়ারম্যান শান্তিপ্রসাদ সিনহা। এবার এহেন শান্তিপ্রসাদ সিনহার জামিনের মামলায় সিবিআইকে নোটিস ধারাল সুপ্রিম কোর্ট।
শীর্ষ আদালত জানিয়েছে, তারা কেন শান্তিপ্রসাদ সিনহার জামিনের বিরোধিতা করছেন তা জানাতে হবে। সিবিআইকে এই নোটিস দিয়েছে শীর্ষ আদালতের বিচারপতি এসভিএন ভাটি এবং বিচারপতি সন্দীপ মেহতার বেঞ্চ।