সম্প্রতি মহানগরীর বুকে এক উত্তাল পরিস্তিতির সৃষ্টি হয়েছে আরজি করে তরুণী চিকিৎসকের মৃত্যুর ঘটনায়। এই ঘটনায় হত্যাকারীদের দ্রুত কঠোর শাস্তি দেওয়ার পাশাপাশি রাজ্যের মেয়েদের নিরাপত্তা সুনিশ্চিত করারও দাবী জানানো হচ্ছে বারবার।
আরজি কর কাণ্ডের পর থেকেই নজরে রয়েছেন প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। বেওয়ারিশ মরদেহ বিক্রি থেকে শুরু করে টেন্ডার দুর্নীতি, সন্দীপের বিরুদ্ধে অভিযোগ রয়েছে ভুরি ভুরি। এবার তদন্তভার পেতেই ‘অ্যাকশনে’ নেমে পড়ল কেন্দ্রীয় এজেন্সি সিবিআই। সকাল ৬:৩০ নাগাদ আরজি করের প্রাক্তন অধ্যক্ষের বাড়িতে হানা দেন সিবিআই আধিকারিকরা।
এদিন সন্দীপের পাশাপাশি আরজি করের সাবেক সুপার সঞ্জয় বশিষ্ঠ এবং ফরেন্সিক মেডিসিনের অধ্যাপক দেবাশিস সোমের কেষ্টপুরের বাড়িতে হানা দেন কেন্দ্রীয় এজেন্সির আধিকারিকরা। বর্তমানে কোমর বেঁধে আরজি কর কাণ্ডের তদন্তে নেমে পড়েছে সিবিআই। জানা যাচ্ছে, মোট ১৫টি জায়গায় হানা দিয়েছে তারা।