
চেলসি জিতল উয়েফা কনফারেন্স লিগ । তারা ইউরোপের তৃতীয় সারির ক্লাব প্রতিযোগিতার ফাইনালে স্পেনের রিয়াল বেটিসকে হারাল ৪-১ গোলে। প্রথমার্ধে তারা পিছিয়ে পড়লেও দ্বিতীয়ার্ধে আর বিপক্ষকে দাঁড়াতে দেয়নি চেলসি। উয়েফার ক্লাব স্তরের সমস্ত প্রতিযোগিতায় জিতে নজির গড়ল চেলসি। ১৯৭১ ও ১৯৮৮ সালে কাপ উইনার্স কাপ জিতেছিল চেলসি। ২০১২ এবং ২০২১ সালে তারা জিতেছিল চ্যাম্পিয়ন্স লিগ, যা ইউরোপের ক্লাব ফুটবলে সর্বোচ্চ প্রতিযোগিতা। এছাড়া ২০১৩ এবং ২০১৯ সালে জিতেছে ইউরোপা লিগ। চ্যাম্পিয়ন্স লিগের পর দ্বিতীয় সর্বোচ্চ প্রতিযোগিতা কনফারেন্স লিগও জিতল।
বোয়েলির আমলে প্রথম কোনও ট্রফি জিতল চেলসি। প্রথমার্ধে যদিও বেটিস আব্দে এজ়ালজুলির গোলে এগিয়ে গিয়েছিল । প্রথম ৪৫ মিনিটে স্পেনের দলটিই দাপট দেখিয়েছে। চেলসিকে সে ভাবে খুঁজে পাওয়া যায়নি। কিন্তু দ্বিতীয়ার্ধে ম্যাচ পুরোপুরি বদলে যায়। পাঁচ মিনিটের ব্যবধানে কোল পামারের দু’টি ক্রস থেকে পরপর দু’টি গোল হয়। এনজো ফের্নান্দেস এবং নিকোলাস জ্যাকসন গোলগুলি করেন। গোলের সঙ্গে সঙ্গে এগিয়ে যায় চেলসি। শেষের দিকে পরের দুটি গোল করেন জেডন সাঞ্চো এবং মোসেস কাইসিদো।
ম্যাচের পর মালিক টড বোয়েলি মাঠে এসে খেলোয়াড়দের শুভেচ্ছা জানান। ছ’বছর বয়সে চেলসিতে যোগ দিলেও সাম্প্রতিক কালে অনেক চোট পেয়েছিলেন রিকি জেমস। এ দিন তাঁর হাতেই ওঠে উয়েফা কনফারেন্স লিগের ট্রফি। ইউরোপের ক্লাব প্রতিযোগিতায় স্পেনের দাপট শেষ হল।