July 9, 2025
mamata 4

তৃতীয়বার রাজ্যের মুখ্যমন্ত্রী হয়ে ক্ষমতায় আসার পর থেকেই একাধিক শিল্পায়নের ঘোষণা করেছে মমতা সরকার। শিল্পায়নই লক্ষ্য, স্পষ্ট জানালেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ২০১১ সাল থেকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

তৃণমূল জমানাতেই রাজ্যে বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনের আয়োজন শুরু হয়েছে। ফলে একদিকে যেমন বিনিয়োগ আসছে, তেমনই বৃদ্ধি পাচ্ছে রাজ্যের আয়। হাওড়া, দুর্গাপুর, পুরুলিয়া, পানাগড় সহ রাজ্যের নানান জায়গায় একাধিক জমি চিহ্নিত করার পর শিল্পায়ন নিয়ে বড় বার্তা দিলেন মুখ্যমন্ত্রী। মমতা বলেন, ‘আমাদের লক্ষ্য দ্রুত শিল্পায়ন। পুরুলিয়ার রঘুনাথপুরে ১০টি জমি চিহ্নিত হয়েছে।

দুর্গাপুর, পানাগড়, পুরুলিয়ায় একাধিক সংস্থাকে জমি দেওয়া হয়েছে। কর্মক্ষেত্র তৈরি করাই সরকারের লক্ষ্য। কয়েকশো কোটি টাকা বিনিয়োগ করা হবে। ইন্ডাস্ট্রিয়াল পার্কে বেশ কিছু সংস্থাকে জমি প্রদান করা হয়েছে। রাজ্যে শিল্পের জন্য আরও অনেকে জমি চাইছেন’।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *