July 20, 2025
4

কোকরাঝাড়ের সাই স্টেডিয়ামে ১৫ই জুলাই, মঙ্গলবার অনুষ্ঠিত হতে যাচ্ছে প্রথম বোড়োল্যান্ড সিইএম কাপ, ২০২৫-এর জমকালো সমাপনী অনুষ্ঠান। এই অনুষ্ঠানের প্রধান আকর্ষণ হলেন মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্ব শর্মা, যিনি ফাইনাল ম্যাচে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। তাঁর উপস্থিতি তৃণমূল স্তরের খেলাধুলা এবং যুব উন্নয়নে বিটিসি-র দৃঢ় অঙ্গীকারকে তুলে ধরবে।

সিইএম প্রমোদ বোরোর নেতৃত্বে বিটিআর সরকার আয়োজিত এই বোড়োল্যান্ড সিইএম কাপ, ২০২৫ দেশের অন্যতম বৃহৎ তৃণমূল ফুটবল টুর্নামেন্টে পরিণত হয়েছে। গত ১৪ই জুন উদালগুড়িতে গ্রাম পরিষদ উন্নয়ন কমিটি (ভিসিডিসি) পর্যায়ে এই টুর্নামেন্ট শুরু হয়েছিল। এতে বিটিআর-এর পাঁচটি জেলা – কোকরাঝাড়, বাক্সা, চিরাং, উদালগুড়ি এবং তামুলপুর – থেকে মোট ৪২০টি ভিসিডিসি অংশগ্রহণ করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *