July 13, 2025
3

রাজ্যের সাধারণ মানুষের কথা ভেবেই সব সময় একাধিক প্রকল্প ঘোষিত হয়। কিন্তু আসামের শিবসাগর জেলার রুদ্রসাগর গ্যাস ক্ষেত্রে ওএনজিসি-র ওয়েল আরডিএস-১৪৭ থেকে গ্যাস নির্গমন অব্যাহত থাকায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা।

এই পরিস্থিতি নিয়ন্ত্রণে ওএনজিসি-র আরও “সক্রিয়” পদক্ষেপের আহ্বান জানিয়েছেন তিনি। এই বিষয়ে মুখ্যমন্ত্রী কেন্দ্রীয় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী হরদীপ সিং পুরিকে চিঠি লিখেছেন এবং নিজের ‘এক্স’ হ্যান্ডেলে এই তথ্য জানিয়েছেন।

মুখ্যমন্ত্রী তার পোস্টে উল্লেখ করেছেন, “বারীচুক গ্যাস ব্লোআউট ঘটনা নিয়ে আমাদের উদ্বেগ কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ পুরিকে জানানো হয়েছে। আমি তাঁকে ওএনজিসি-কে মিশন মোডে ওয়েল নিয়ন্ত্রণ প্রচেষ্টার গতি বাড়ানোর নির্দেশ দিতে অনুরোধ করেছি, যাতে পরিস্থিতি আরও খারাপ না হয়।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *