
জল্পনা চলছিল বিগত বেশ কিছুদিন ধরেই, অবশেষে তা সত্যি হতে চলেছে, নেওয়া হলো নেওয়া সিদ্ধান্ত। রাজ্যে খুব সহসাই সুপার-স্পেশালিটি এবং এমডিএস কোর্স শুরু করার পরিকল্পনা নিয়েছে রাজ্য সরকার। পাশাপাশি স্বাস্থ্য ক্ষেত্রে পরিকাঠামো উন্নয়নে বিশেষ গুরুত্ব দিয়ে কাজ করছে সরকার।
আগরতলার প্রজ্ঞাভবনে নবনিযুক্ত মেডিকেল অফিসারদের (চিকিৎসক) নিয়োগ পত্র প্রদান অনুষ্ঠানে একথা বলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা। মুখ্যমন্ত্রী বলেন, আমাদের বিশেষজ্ঞ চিকিৎসকদের চাহিদা ছিল। এখনো এনিয়ে সংকট রয়েছে। আমরা টিপিএসসি’র মাধ্যমে ১৭০ জনের বেশি বিশেষজ্ঞ চিকিৎসক নিয়োগের প্রক্রিয়া শুরু করি। যদিও মাত্র ৪৫ জন প্রার্থী পেয়েছি আমরা।
তাই আমরা আবারও বিজ্ঞাপন দেব এবং এই সময়ের মধ্যে আরো বিশেষজ্ঞ চিকিৎসক পাশ করবেন। যাদেরকে দিয়ে শূন্যতা পূরণ করা যাবে। আজকে যারা নিয়োগপত্র পেয়েছেন তাদেরকে অভিনন্দন জানাই। মানুষ এবং তাদের সেবার কাজ করার জন্য তৈরি করা হয় ডাক্তারদের। যদিও বিভিন্ন সময়ে ডাক্তারদের নিশানা (সফট টার্গেট) করা হয়।