
মুখ্যমন্ত্রী হয়ে ক্ষমতায় আসার পর থেকেই রাজ্যের সাধারণ মানুষের কথা ভেবেই একাধিক ঘোষণা করেছে সরকার। এবার কর্মসূত্রে বহিরাজ্যে গিয়ে মৃত্যুবরণ করা এক ব্যক্তির পরিবারের পাশে দাঁড়ালেন মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহা। কৈলাসহর দুর্গাপুরের বাসিন্দা যাদব সূত্রধর (পিতা: ধীরেন্দ্র সূত্রধর), পেশায় একজন গাড়িচালক ছিলেন।
তিনি মহারাষ্ট্রের মুম্বইতে কর্মরত অবস্থায় আকস্মিক স্ট্রোকে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। ঘটনাটি মুখ্যমন্ত্রীর নজরে আসতেই তিনি প্রয়াতের পরিবারের প্রতি সহানুভূতি প্রকাশ করে অবিলম্বে প্রয়োজনীয় সহায়তা প্রদানের জন্য সংশ্লিষ্ট আধিকারিকদের নির্দেশ দেন। মুখ্যমন্ত্রীর নির্দেশে রাজ্য সচিবালয় থেকে মহারাষ্ট্র মুখ্যমন্ত্রীর দফতর এবং সংশ্লিষ্ট আধিকারিকদের সঙ্গে যোগাযোগ করা হয়।
পাশাপাশি, মৃতদেহটি মুম্বই থেকে কৈলাসহরে আনার জন্য মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ১ লক্ষ ২০ হাজার টাকা অনুদান মঞ্জুর করা হয়। প্রশাসনের দ্রুত তৎপরতায় মৃতদেহ আনার ব্যবস্থা করা হয় এবং পরিবারের হাতে তুলে দেওয়া হয়।