
সম্প্রতি মহানগরীর বুকে এক উত্তাল পরিস্তিতির সৃষ্টি হয়েছে আরজি করে তরুণী চিকিৎসকের মৃত্যুর ঘটনায়। এই ঘটনার পর থেকেই রাজ্যের চিকিৎসা পরিকাঠামোকে ঢেলে সাজাতে ব্যাপক তৎপর রাজ্য সরকার। কিছুদিন আগেই বেতন বেড়েছে চিকিৎসকদের।
এবার রাজ্যের চিকিৎসকদের একাংশের বিরুদ্ধে উঠল একটি গুরুতর অভিযোগ। প্রসঙ্গত অনেকসময় দেখা যায় চিকিৎসকরা সরকারি হাসপাতালের পরিবর্তে রোগীদের নার্সিংহোমে নিয়ে যাওয়ার পরামর্শ দিয়ে থাকেন। এবার এই সমস্ত চিকিৎসকদের একাংশকে চিহ্নিত করে করার জন্য প্রত্যেকটি জেলা এবং স্বাস্থ্য দপ্তরকে খোঁজ নিতে বলল রাজ্যের স্বাস্থ্যদপ্তর।
রাজ্যের চিকিৎসকদের একাংশের বিরুদ্ধে অভিযোগ, তাঁরা নাকি সরকারি হাসপাতালের চেয়ে উন্নত পরিকাঠামোর কথা বলে রোগীদের বেসরকারি হাসপাতালে পাঠিয়ে দেন। বেসরকারি জায়গায় চিকিৎসা পরিকাঠামো-সহ সামগ্রিক পরিষেবা সম্পর্কে অনেক ভালো ভালো কথা বলা হয় রোগীর পরিজনদের কাছে। এই ঘটনার পর, অভিযুক্ত চিকিৎসককে শোকজ করে দিয়েছে পুরসভা।