July 23, 2025
train 1

রেল যাত্রীদের কথা মাথায় রেখে বড় খবর রেল কতৃপক্ষের তরফে। রেল পরিষেবাকে ভারতের লাইফলাইন বলা হয়ে থাকে। তবে একের পর এক ট্রেন বাতিল হচ্ছে। কারণ, লামডিং-বদরপুর পাহাড়ি শাখায় রেল সংযোগ পুনঃস্থাপন এখনও সম্ভব হয়ে উঠেনি।

রেল দাবি করেছে, ভারী বৃষ্টিপাতের কারণে একাধিক স্থানে ভূমিধসের ফলে ক্ষতিগ্রস্ত লামডিং – বাদরপুর পাহাড়ি শাখার ১০৮/৬-৮ কিলোমিটার এলাকায় রেল সংযোগ পুনঃস্থাপনে জোরকদমে কাজ চালাচ্ছে উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ে (উপূসী)। পরিস্থিতি পর্যালোচনা ও কাজের অগ্রগতি খতিয়ে দেখতে ঘটনাস্থলে পৌঁছান এনএফআর-এর মহাব্যবস্থাপক চেতন কুমার শ্রীবাস্তব।

রেল জানিয়েছে, রেল সংযোগ পুনঃস্থাপনের অংশ হিসেবে পাহাড়ি ঢালু থেকে প্রায় ২০,০০০ ঘন মিটার মাটি অপসারণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। ইতিমধ্যেই ১৪,১০০ ঘন মিটার সরানো হয়েছে। ট্র্যাক এলাকা থেকে ৩,০০০ ঘন মিটার মাটি সরানোর পরিকল্পনার মধ্যে ২,৮৫০ ঘন মিটার ইতিমধ্যে সরানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *