
মাঝে অপেক্ষা মাত্র আর কয়েক মাসের, তারপরেই অনুষ্ঠিত হবে নির্বাচন, ঘোষিত হচ্ছে প্রার্থীর নাম। আসন্ন বোড়োল্যান্ড টেরিটোরিয়াল কাউন্সিল নির্বাচনে আসাম কংগ্রেস এককভাবে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছে। সেপ্টেম্বর মাসে অনুষ্ঠিত হতে যাওয়া এই নির্বাচনে কংগ্রেস দল মোট ৪০টি আসনে প্রার্থী দেবে।
এই ঘোষণা দেন অল ইন্ডিয়া কংগ্রেস কমিটির সম্পাদক ও আসামের দায়িত্বপ্রাপ্ত নেতা পৃথ্বীরাজ সাত্থে। তিনি কোকরাঝাড় জেলার শান্তিনগরে ৮ জুন সোশ্যাল মিডিয়া ও তথ্যপ্রযুক্তি বিভাগের উদ্যোগে আয়োজিত এক ওয়ার্কশপ ক্যাম্পে বক্তব্য রাখতে গিয়ে এই ঘোষণা দেন।
বর্তমান শাসক দল ইউনাইটেড পিপলস পার্টি লিবারেল ও বিজেপির জোট সরকারকে কটাক্ষ করে কংগ্রেস নেতা বলেন, “মানুষ এই সরকারের প্রতি ক্রমেই অসন্তুষ্ট হয়ে পড়ছে। উন্নয়ন ও স্বচ্ছতা নিয়ে বড় প্রশ্ন উঠছে।” ক্যাম্পটির মূল লক্ষ্য ছিল সোশ্যাল মিডিয়া ও তথ্যপ্রযুক্তির মাধ্যমে দলের প্রচার ক্ষমতা বৃদ্ধি করা।