
ঘোষিত হয়েছিল বেশ কিছুদিন আগেই। পূর্ব ঘোষণা মতোই চলছে নির্মান কার্য, রাজ্যের কথা ভেবেই নেওয়া হয়েছে নয়া উদ্যোগ। প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সাংসদ বিপ্লব কুমার দেবের সাংসদ তহবিল থেকে ৫৩ লাখ টাকার ব্যয়ে সিপাহীজলা জেলার নলছড়ে একটি যোগা ইনডোর স্টেডিয়াম নির্মাণ হতে চলেছে।
এই প্রসঙ্গে সাংসদ বিপ্লবকে ধন্যবাদ জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করলেন নলছড় বিধানসভা কেন্দ্রের বিধায়ক কিশোর বর্মণ। তিনি বলেন, কিছুদিন আগে সাংসদ বিপ্লব কুমার দেব নিকট সিপাহীজলা জেলার নলছড়ে একটি যোগা ইনডোর স্টেডিয়াম নির্মাণে আর্থিক সাহায্যে এগিয়ে আসার জন্য আবেদন জানিয়েছিলেন। ওই আবেদনে সাড়া দিয়ে দিয়েছেন সাংসদ বিপ্লব কুমার দেব।
শীঘ্রই ৫৩ লাখ টাকার ব্যয়ে সিপাহীজলা জেলার নলছড়ে একটি যোগা ইনডোর স্টেডিয়াম নির্মাণ হতে চলেছে। তাই সাংসদ বিপ্লবকে ধন্যবাদ জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করলেন নলছড় বিধানসভা কেন্দ্রের বিধায়ক কিশোর বর্মণ।