July 10, 2025
sishu 2

পার্ক স্ট্রিট থানা এলাকার ফুটপাত থেকে এক ন’মাসের শিশুকে চুরির অভিযোগে এক মহিলা-সহ তিন জনকে পুলিশ গ্রেফতার করেছে এবং সেই সঙ্গে শিশুপুত্রটিকেও উদ্ধার করা হয়েছে। পার্ক স্ট্রিট থানার পুলিশ জানিয়েছে, ওই শিশুকে টাকার বিনিময়ে বিক্রি করা হয়েছিল কিনা, তাও খতিয়ে দেখা হচ্ছে।

পুলিশ সূত্রের জানা গেছে, ওই শিশুটির পরিবার রাজারহাটের ইকো পার্ক থানা এলাকায় থাকে। তার এক আত্মীয় জানান বৃহস্পতিবার সকালে শিশুটির মা রিপন স্ট্রিট এলাকায় কিছু কেনাকাটা করতে যান। তাঁর সঙ্গে ছিল দু’বছরের মেয়ে এবং আট মাসের ছেলে। ফুটপাতের একটি দোকানে ছেলে ও মেয়েকে পাশে রেখে খাচ্ছিলেন তিনি। সেই সময়ে কোনও কারণে কান্নাকাটি করছিল শিশুটি। তখন পাশে বসা এক মহিলা  ছেলে-মেয়ে দুটিকে সামলাতে নিজে থেকেই এগিয়ে আসেন এবং শিশুটির মায়ের অন্যমনস্কতার সুযোগ নিয়ে আট মাসের ছেলেকে নিয়ে পালান সেই মহিলা। এর পরেই ইকো পার্ক থানা এবং পার্ক স্ট্রিট থানায় শিশুটির নিখোঁজ ডায়েরি করা হয়।তদন্তে নেমে পুলিশ ওই এলাকার সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখেন, রিপন স্ট্রিটের ওই ফুটপাত থেকে শিশুটিকে নিয়ে এক মহিলা অটোয় উঠছে। এরপর বিভিন্ন জায়গায় খোঁজ করতে গিয়ে জানা যায়, ওই মহিলা নারকেলডাঙা এলাকায় থাকে।

পার্ক স্ট্রিট থানার পুলিশ জানিয়েছে, নারকেলডাঙার খালধারের এক ঝুপড়ি থেকে অভিযুক্ত ওই মহিলা পরভিন বিবিকে গ্রেফতার করা হয়। ধৃত পরভিনকে জেরা করে পুলিশ জানতে পেরেছে, সে শিশুটিকে নারকেলডাঙা এলাকার মিয়াঁজান লেনের বাসিন্দা এক দম্পতির হাতে তুলে দিয়েছিল। এর পরে অভিযান চালিয়ে এ দিনই অভিযুক্ত দম্পতিকে গ্রেফতার করে পুলিশ এবং  তাদের কাছ থেকেই শিশুটিকেও উদ্ধার করা হয়। প্রাথমিক ভাবে পুলিশ জানতে পেরেছে, ধৃত দম্পতি তাদের শিশুটি দেওয়ার বিনিময়ে কোনও আর্থিক লেনদেন না-হওয়ার দাবি করলেও এর পিছনে কোনও চক্র কাজ করছে কিনা, তা খতিয়ে দেখতে ধৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *