
বিগত বেশ কিছু বছর ধরে বিভিন্ন সময় একের পর এক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় হয়েছে পশ্চিমবঙ্গ। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতেই নিয়োগ দুর্নীতি মামলায় বিগত প্রায় আড়াই বছর ধরে জেলবন্দি পার্থ চট্টোপাধ্যায়। এবার তাঁর জামিন মামলাতেই সিবিআইকে বড় নির্দেশ দিয়ে দিল সুপ্রিম কোর্ট।
সম্প্রতি কলকাতার হাইকোর্টের তৃতীয় বেঞ্চের তরফ থেকে পার্থর জামিনের আবেদন খারিজ করে দেওয়া হয়েছে। বিচারপতি তপোব্রত চক্রবর্তী এই রায় দেওয়ার পরেই শীর্ষ আদালতের দ্বারস্থ হন প্রাক্তন শিক্ষামন্ত্রী। এবার সেই মামলাতেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইকে হলফনামা জমা করতে বলা হল।
নিয়োগ দুর্নীতি মামলার অন্যতম অভিযুক্ত পার্থর জামিন নয় কেন? এবার তার কারণ জানতে চেয়ে কেন্দ্রীয় এজেন্সিকে হলফনামা দিতে বলেছে সুপ্রিম কোর্ট। এর জন্য দু’সপ্তাহ সময় দেওয়া হয়েছে। তার মধ্যে সিবিআইকে হলফনামা দিতে বলেছে শীর্ষ আদালত।