
রবিবার আগরতলা প্রেস ক্লাবের নব নির্বাচিত পরিচালন কমিটি রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহার সাথে এক সৌজন্যমূলক সাক্ষাৎকারে মিলিত হন। আগরতলা প্রেস ক্লাবের সভাপতি প্রণব সরকার ও ক্লাবের সম্পাদক রমাকান্ত দে’র নেতৃত্বে কার্যকরী কমিটির সবাই সন্ধ্যা সাড়ে ছয়টায় মুখ্যমন্ত্রীর সরকারি বাসভবনে মুখ্যমন্ত্রীর সাথে সাক্ষাৎ করেন।
আগরতলা প্রেস ক্লাবের পক্ষ থেকে মুখ্যমন্ত্রীর হাতে পুষ্পস্তবক তুলে দেন সভাপতি ও সম্পাদক, সঙ্গে উপস্থিত ছিলেন সহসভাপতি চিত্রা রায়, সহ সম্পাদক কমল চৌধুরী ও অভিষেক দে, কোষাধ্যক্ষ রঞ্জন রায়, কার্যকরী সদস্য বিশ্বজিৎ দে, অভিষেক দেববর্মা, মিহির লাল সরকার, সন্তোষ গোপ ও রঞ্জিত দেববর্মা।
দীর্ঘ এক ঘন্টার আলোচনায় মুখ্যমন্ত্রী আগরতলা প্রেস ক্লাবের সার্বিক উন্নয়নে সহযোগিতার আশ্বাস দেন ও সাংবাদিকদের পেশাগত মান উন্নয়নে বিভিন্ন পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেন।