
দেশের হয়ে এই প্রথম বার খেলার সুযোগ পেয়েছে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর পুত্র। সে পর্তুগালের অনূর্ধ্ব-১৫ দলে ডাক পেয়েছে। পিতা রোনাল্ডো পর্তুগালের সর্বকালের অন্যতম সেরা ফুটবলার। তাঁর পথেই হাঁটতে শুরু করেছে পুত্র। বর্তমানে রোনাল্ডো ক্লাব ফুটবলে সৌদি আরবের আল নাসেরে খেলেন । সেই ক্লাবের অনূর্ধ্ব-১৫ দলে খেলে পুত্র ক্রিশ্চিয়ানো রোনাল্ডো জুনিয়র। বেশ কয়েকটি ম্যাচে ভাল খেলেছে সে। রোনাল্ডো-পুত্র খেলে ফরোয়ার্ডের ভূমিকায় ।গোলের চোখ তার মন্দ নয়। আর সেটাই নজর কেড়েছে পর্তুগালের জাতীয় দলের কোচের। এ কারণেই ডাকা হয়েছে তাকে।
ক্রোয়েশিয়ায় ‘ভ্লাটকো মার্কোভিচ ইন্টারন্যাশনাল’ প্রতিযোগিতা ১৩ থেকে ১৮ মে হবে। পর্তুগালের জার্সিতে খেলতে দেখা যাবে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো জুনিয়রকে। পর্তুগাল ছাড়াও রোনাল্ডো-পুত্র আমেরিকা, স্পেন, ইংল্যান্ড ও কেপ ভার্দের হয়েও খেলতে পারে। তবে শুরুতে বাবার দেশকেই বেছে নিয়েছে জুনিয়র রোনাল্ডো।পুত্রের এই কীর্তিতে স্বাভাবিকভাবেই খুশি পিতা রোনাল্ডো। তবে ভবিষ্যতে পিতা-পুত্রকে এক দলে দেখা যাবার সম্ভাবনাও উড়িয়ে দেননি তিনি।
এখনও পর্তুগালের জাতীয় দলে খেলছেন ৪০ বছরের রোনাল্ডো । কবে অবসর নেবেন সে সম্পর্কে কিছু জানাননি তিনি। আগামী বছর আমেরিকায় ফুটবল বিশ্বকাপেও খেলতে পারেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। পর্তুগালের হয়ে ইউরো কাপ জিতলেও এখনও পর্যন্ত কিন্তু বিশ্বকাপ জিততে পারেননি রোনাল্ডো। সেই লক্ষ্যেই পরের বছর মাঠে নামতে পারেন তিনি।