July 21, 2025
Dengue is under control, but the municipality is unwilling to suffer from complacency, said the mayor

২০২২ সাল মহামারী রূপ নিয়েছিল মশাবাহিত ডেঙ্গু রোগ।আক্রান্ত হয়েছিল প্রায় ২৭৯৩ জন। তবে লাগাম টানতেই ২০২৩ সালে সংখ্যা নেমে দাঁড়ায় ৫৪৩। বর্তমানে ২০২৪ সালের সংখ্যাটি অনেকটাই কম, মাত্র ৮৪ জন। তবে আত্ম সন্তুষ্টিতে ভুক্তে নারাজ শিলিগুড়ি পুরসভা। প্রয়াস একমাত্র ডেঙ্গু মুক্ত শহর।সেই লক্ষ্যে লাগাতার কাজ করে চলেছে শিলিগুড়ি পুরসভার কর্মীরা।তবে আগামী নভেম্বর মাস ডেঙ্গুর পক্ষে খুবই গুরুত্বপূর্ণ, তাই এই মাসটিকে যাতে ডেঙ্গু ছড়াতে না পারে এই কারণে সোমবার পুরসভায় দার্জিলিং ও জলপাইগুড়ি জেলার স্বাস্থ্য আধিকারিকদের নিয়ে বৈঠক করলেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব। উপস্থিত ছিলেন মহকুমাশাসক সহ পুরো কর্পোরেশনের এমআইসি ও স্বাস্থ্য অধিকারিকেরা।
বৈঠক শেষে মেয়র জানান, বর্তমানে ডেঙ্গু আক্রান্তের যে সংখ্যাটি রয়েছে স্থিতিশীল। ডেঙ্গুরোধে তাদের যে প্রচেষ্টা তা সার্থকতা পেয়েছে।তবে আগামী মাসগুলিতে যাতে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বাড়তে না পারে সেই দিকে বিশেষ নজর রাখা হবে। বিশেষ করে শিলিগুড়ি পুরসভার ৫ নম্বর ও ২৭ নম্বর ওয়ার্ড ডেঙ্গুর প্রবণতা বেশি লক্ষ্য করা গিয়েছে সেই কারণে ওই দুটি ওয়ার্ডকে বিশেষ নজর দেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *