
নারীদের সুরক্ষা সর্বোপরি, সেই উদ্যোগেই নেওয়া হয় একাধিক পদক্ষেপ। আগরতলা প্রজ্ঞা ভবনে “মহিলা সংক্রান্ত আইন এবং সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা সম্পর্কিত প্রকল্প” শীর্ষক একদিবসীয় সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের উদ্যোগে কর্মশালার আয়োজন করা হয়েছে।
উক্ত কর্মশালার মূল উদ্দেশ্য হল মহিলা সংক্রান্ত আইন ও মিশন শক্তি প্রকল্পের অধীনে পরিচালিত বিভিন্ন প্রকল্প এবং সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের অধীন সমস্ত প্রকল্প সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা। এদিনের এই কর্মশালায় মহিলাদের স্বার্থ সুরক্ষা সংক্রান্ত বিভিন্ন আইন সম্পর্কে বিস্তারিত আলোচনা হয়েছে। এদিনের এই অনুষ্ঠানে প্রধান অতিথি ও উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায়।
উক্ত কর্মশালায় দপ্তরের জেলা আধিকারিকগণ ও সিডিপিও থেকে শুরু করে সুপারভাইজারগণ, অঙ্গনওয়ারি কর্মী সহ দপ্তরের উচ্চপদস্থ আধিকারিকরা উপস্থিত ছিলেন। এদিন মন্ত্রী টিংকু রায় বলেন, নারী স্বার্থ সুরক্ষা সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আজকের কর্মশালায় আলোচনা হয়েছে।