
প্রায় ২০ দিন বন্ধ থাকার পর অবশেষে রবিবার থেকে পুনরায় শুরু হতে চলেছে মা বৈষ্ণোদেবীর যাত্রা। এই খবর পেয়ে ভক্তদের পাশাপাশি কাটরার ব্যবসায়ী মহলেও খুশির জোয়ার বয়ে গেছে।
যাত্রা শুরুর আগে কাটরা শহর ও ভবন পথ জুড়ে চলছে জোরকদমে পরিষ্কার – পরিচ্ছন্নতার কাজ। বিশেষ করে ‘দর্শন ডোডি’ প্রবেশদ্বারে শ্রাইন বোর্ডের আধিকারিক ও কর্মীরা দিনরাত কাজ করে যাচ্ছেন। বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, সময়মতো সমস্ত প্রস্তুতি শেষ হবে যাতে যাত্রীদের কোনো অসুবিধা না হয়।
প্রথমবার কোনো প্রাকৃতিক বিপর্যয়ের কারণে এত দীর্ঘ সময় প্রায় ২০ দিন — যাত্রা বন্ধ ছিল। সাধারণত ভুমিধস বা আবহাওয়ার কারণে ৩-৪ দিনের জন্য যাত্রা ব্যাহত হয়, কিন্তু এবারের ঘটনায় রেকর্ড সময় ধরে বন্ধ ছিল বৈষ্ণোদেবীর দরবার।
রবিবার যাত্রা শুরু হওয়ার খবর পেয়ে কাটরায় আটকে থাকা ভক্তরা উচ্ছ্বসিত। তাঁদের কথায়, “অবশেষে মা আমাদের প্রার্থনা শুনলেন। এখন খুব শিগগিরই তাঁর দর্শন লাভ করতে পারব।”