
আজ কৌশিকী অমাবস্যা উপলক্ষে সকাল থেকেই তারাপীঠ মন্দির চত্বর ভক্তদের ঢলেই মুখরিত। দেবী তারার আরাধনায় অংশ নিতে দেশ-বিদেশ থেকে হাজার হাজার পুণ্যার্থী ভিড় জমিয়েছেন আধ্যাত্মিক শহর তারাপীঠে।
ভোরে মা তারার স্নান ও মঙ্গলারতির পর গর্ভগৃহ খোলার সঙ্গে সঙ্গেই শুরু হয় পূজা-অর্চনা। সকাল ১১টা ৫৫ মিনিট থেকে শুরু হয়েছে অমাবস্যা তিথি। সন্ধ্যাবেলা দেবীর রাজবেশে বিশেষ আরাধনা ঘিরে আরও বাড়বে আয়োজন। ভক্তদের সুবিধার্থে মন্দির প্রাঙ্গণে বড় স্ক্রিনে আরতি ও পূজা দেখার ব্যবস্থা করেছে মন্দির কর্তৃপক্ষ।
অসংখ্য ভক্ত সমাগম সামলাতে প্রশাসনও করেছে কঠোর নিরাপত্তার ব্যবস্থা। মন্দির চত্বর ও আশপাশের জনবহুল এলাকায় ১০টি ওয়াচ টাওয়ার বসানো হয়েছে। নজরদারিতে রয়েছেন প্রায় ২,৭০০ পুলিশ কর্মী। পাশাপাশি নিরাপত্তার জন্য ব্যবহার করা হচ্ছে ড্রোন ক্যামেরা। ভক্তদের সহায়তায় ২১টি পুলিশ ক্যাম্প খোলা হয়েছে।
ভক্তদের ঢল, আধ্যাত্মিক আবহ আর নজিরবিহীন নিরাপত্তার মধ্য দিয়ে ধর্মীয় উৎসবের বিশেষ দিনটি আজ উৎসবমুখরভাবে পালিত হচ্ছে তারাপীঠে।