April 19, 2025
FARIN

টনিকের পর প্রজাপতি, দেব-অভিজিৎ সেন এবং অতনু রায়চৌধুরীর দলের পরবর্তী সিনেমার অপেক্ষা। আর সিনেমায় দেবের নায়িকা বাংলাদেশি অভিনেত্রী তাসনিয়া ফারিন। একটি বিশেষ প্রতিবেদনে আরও বলা হয়েছে, ‘প্রতীক্ষা’ একটি পারিবারিক সিনেমা, মিঠুন চক্রবর্তী ও দেবও একসঙ্গে কাজ করবেন এই সিনেমায়। বাবা-ছেলের ভূমিকায় দেখা যাবে তাদের। ওটিটি প্ল্যাটফর্মের জন্য ধন্যবাদ, পশ্চিমবঙ্গের দর্শকরা তাসনিয়ার অভিনয়ের সাথে পরিচিত। ওয়েব সিরিজ ‘কারাগার’ এবং ‘লেডিস অ্যান্ড জেন্টেলম্যান’-এ তার অভিনয় বিশেষভাবে প্রশংসিত হয়েছিল। অতনু ঘোষের ‘ আরও এক পৃথিবী’ ছবিতেও অভিনয় করেছেন তাসনিয়া।

পরিচালক অভিজিতের মতে, ‘তাসনিয়াকে বেছে নিয়েছিলেন অতনু রায় চৌধুরী। তার অভিনয়ও আমার ভালো লাগে। আমরা চেয়েছিলাম দেবের সঙ্গে নতুন কেউ জুটি বাঁধুক। প্রজাপতি ছবিতে মিঠুন ও দেবকে দেখা গেছে বাবা ও ছেলের চরিত্রে। একই বিষয় কি নিজেকে পুনরাবৃত্তি করতে যাচ্ছে? প্রযোজক অতনু আশ্বস্ত করে বলেন, ‘মিল ওই এক জায়গায়। প্রেক্ষাপট, পরিস্থিতি সবই আলাদা।

নির্মাতারা সিনেমাটির গল্প প্রকাশ করতে চাননি। সিনেমার নামের মধ্যেই লুকিয়ে আছে গল্পের সারমর্ম। একবার গুঞ্জন ছিল যে এই ছবিতে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং দেবকে দেখা যাবে। প্রসেনজিতের সঙ্গে কথাও সেভাবেই এগিয়েছে। কিন্তু শেষ পর্যন্ত মিঠুন ও দেবের পরীক্ষিত জাদুতে আস্থা রেখেছেন নির্মাতারা। সিনেমাটির গল্প চূড়ান্ত বলে জানান পরিচালক। তারা এখনও চিত্রনাট্য নিয়ে কাজ করছেন। ‘প্রতীক্ষা’ ছবির চিত্রনাট্য লিখছেন সুভোদীপ দাস। অভিজিৎকে এখনও অতনুর প্রোডাকশনের বাইরে কাজ করতে দেখা যায়নি। নভেম্বরে শুরু হবে ‘প্রতীক্ষা’ ছবির শুটিং। সিনেমাটির বেশির ভাগ শুটিং হবে লন্ডনে। কিছু অংশের শুটিং হবে কলকাতায়ও। বাংলা টকিজ সিনেমা সাধারণত শীতের ছুটিতে মুক্তি পায়, কিন্তু এবার তা হচ্ছে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *