April 19, 2025
DHONI

আগামী বছরের আইপিএলে নিয়ম বদলাতে চায় চেন্নাই সুপার কিংস। বহু বছর আগেও আইপিএলে এই নিয়ম ছিল। সেই নিয়ম ফিরিয়ে আনার আবেদন চেন্নাইয়ের। বুধবার মুম্বাইয়ে আইপিএল দলগুলোর বৈঠকে এমনটাই জানিয়েছেন তারা। সেই নিয়ম কার্যকর হলে চেন্নাই মহেন্দ্র সিং ধোনিকে একজন আনক্যাপড (যিনি আন্তর্জাতিক ক্রিকেট খেলেননি) ক্রিকেটার হিসেবে দেখাতে পারবেন।

আইপিএল ২০০৮সালে শুরু হয়েছিল৷ সেই সময় নিয়ম ছিল যে যদি কোনও ক্রিকেটার পাঁচ বা তার বেশি বছর আগে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন, দলগুলি তাকে আনক্যাপড ক্রিকেটার হিসাবে খেলতে পারে। সেই নিয়ম ফেরাতে চায় চেন্নাই। উল্লেখ্য, ধোনি ২০২০সালের আগস্টে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছিলেন। যদিও তাকে ২০১৯সালের পর ভারতের হয়ে খেলতে দেখা যায়নি।

২০২০সালের নিলামের আগে ধোনি এবং রবীন্দ্র জাদেজাকে চেন্নাই ধরে রেখেছিল। চেন্নাই ২০২৫সালের নিলামে ধোনিকে এগিয়ে রাখতে চাইছে। কিন্তু তারা তাকে আনক্যাপড রাখতে চায়। ধোনির জন্য কম খরচ করতে হবে চেন্নাইকে। কারণ একজন আনক্যাপড ক্রিকেটারকে রাখতে মাত্র ৮ কোটি টাকা খরচ করতে হয়। চেন্নাই এই নিয়ম ফিরিয়ে দিতে চাইলেও বাকি দলগুলো রাজি নয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *