
দীর্ঘ প্রায় সাত বছর পর চীনে পা রাখলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শনিবার চীনের তিয়ানজিনে অবতরণ করেন, যেখানে আগামী কয়েকদিন ধরে অনুষ্ঠিত হবে শাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন (SCO) সম্মেলন। এই সম্মেলনে যোগ দেওয়ার পাশাপাশি তিনি দ্বিপাক্ষিক বৈঠক করবেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে।
এই সফরকে ঘিরে কূটনৈতিক মহলে তীব্র জল্পনা শুরু হয়েছে। সম্প্রতি ভারত–চীন সম্পর্ক কিছুটা উষ্ণতার ইঙ্গিত দিয়েছে। যেমন লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল (LAC) বরাবর প্যাট্রোলিং চুক্তি, সরাসরি বিমান পরিষেবা পুনরায় চালু হওয়া ও সীমান্ত ভ্রমণ নিয়মে শিথিলতা। ফলে মোদির এই সফরকে দুই দেশের সম্পর্কের নতুন অধ্যায় হিসেবে দেখা হচ্ছে।
অন্যদিকে, যুক্তরাষ্ট্র সম্প্রতি ভারতীয় পণ্যের উপর উচ্চ শুল্ক আরোপ করেছে। তার প্রেক্ষিতে ভারত বহুমাত্রিক কূটনীতি জোরদার করছে সাথে চীনের সঙ্গে কৌশলগত সম্পর্ক মজবুত করার দিকেই এগোচ্ছে। বিশেষজ্ঞদের মতে, এ সফর ভারতের ভূ-রাজনৈতিক অবস্থানকে আরও সুদৃঢ় করতে পারে।
তিয়ানজিনে অনুষ্ঠিত সম্মেলনে আঞ্চলিক নিরাপত্তা, অর্থনৈতিক সহযোগিতা ও আন্তর্জাতিক বাণিজ্য নিয়ে বিস্তৃত আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে। মোদি–শি–পুতিন বৈঠককে ঘিরে দক্ষিণ এশিয়া থেকে মধ্য এশিয়া পর্যন্ত কূটনৈতিক গুরুত্ব বেড়েছে বহুগুণ।