October 13, 2025
pst 5

তাই আহোম যুব পরিষদ অসম (TAYPA) ঘোষণা করেছে যে ২০২৫ সালের ‘শহিদ কুশল কোঁয়র পুরস্কার’ পদ্মশ্রী পুরস্কারপ্রাপ্ত ড. যোগেন্দ্রনাথ ফুকনকে প্রদান করা হবে। গত রবিবার গোলাঘাটে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এই ঘোষণা করা হয়।

সংবাদ সম্মেলনে TAYPA কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক শুভম কোঁয়র জানান, সাহিত্য, সংস্কৃতি এবং সমাজসেবায় ড. ফুকনের অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ তাঁকে এই মর্যাদাপূর্ণ পুরস্কারের জন্য নির্বাচিত করা হয়েছে। তিনি আরও বলেন, ড. ফুকন তাই ভাষা ও সংস্কৃতির একজন বিশিষ্ট গবেষক। আসামের সাংস্কৃতিক ঐতিহ্যকে সমৃদ্ধ করতে এবং তাই সম্প্রদায়ের ইতিহাস ও ঐতিহ্য প্রচারে তাঁর কাজ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। এই পুরস্কার তাঁর দীর্ঘদিনের কর্মজীবনের প্রতি সম্মান প্রদর্শন করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *